ছোট বেডরুম সাজিয়ে রাখার বিভিন্ন নিয়ম

একটু কৌশলের ছোট রুমও অনেক সুন্দর করে সাজিয়ে রাখা যায়। অনেকেই সঠিক আইডিয়ার অভাবে রুম সুন্দর করে গুছিয়ে রাখতে পারেনা, আর ভাবে রুমটা যদি একটু বড় হতো কিন্তু তারা এটা জানে না যে ছোট রুম ও বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়।

রুম গুছিয়ে রাখার জন্য কিছু আইডিয়া আমরা অনুসরণ করতে পারি। তাহলে আমাদের ছোট রুমটাও দেখতে অনেক সুন্দর লাগবে।রুম গুছিয়ে রাখার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে আসবাবপত্রও জায়গা রতে জায়গা পরিবর্তন করতে পারি, এভাবে করলেও রুম সুন্দর লাগে।

ভুমিকা: 

এক জায়গায় না রেখে মাঝে মাঝে এক এক সময় একেক জায়গায় জিনিস রাখলে রুম সুন্দর লাগে। এসব নিয়ে আলোচনা করা হলো। আমরা ছোট একটা রুমকেও অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি।সবাই চায় নিজে যে রুমে থাকবে সে রুম তা যেন অনেক সাজানো গুছানো থাকে।

আসবাবপত্র নির্বাচন করা

রুম গোছানোর ক্ষেত্রে সর্ব প্রথম মাথায় যেটা আছে সেটা হলো গিয়ে আসবাবপত্র নির্বাচন করতে হয় আয়বাবপত্র নির্বাচন করাটা অনেক কঠিন বেশি।আসবাবপত্র বেশি হলেই যে রুম সুন্দর লাগবে এমন না অল্প আসবে পত্র দিয়েও সুন্দরভাবে গুছানো যায়। এমন সব আসবাবপত্র আমাদের নির্বাচন করতে হবে যাতে রুমটা একটু ফাঁকা থাকে রুম একদম আসবাবপত্র দিয়ে ভরে রাখলে আরো বেশি রুম অগোছালো লাগবে। আমাদের এমন সব নির্বাচন করতে হবে যাতে রুম আরো সুন্দর লাগে। সোফা নির্বাচন করতে হবে যেটা আমরা একটা সময় বেড হিসেবেও ব্যবহার করতে পারি, আত্মীয়স্বজন আসলে যেন সেখানে তারা থাকতে পারে। রুমে যত আসবাব পত্র কম রাখা যায় ততই ভালো

রুম লাইটিং করা

রুম লাইটিং করলে রুম অনেক সুন্দর লাগে। রুম লাইটিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বড় রুম হলে আর ছোট রুম হলে কি রকম ভাবে রুম লাইটিং করা যায়।ছোট রুমের ক্ষেত্রে একটু হালকা রঙের মধ্যে রাখলে ভালো হয়।লাইটিং এর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে লাইটিং করতে পারি টেবিলের উপরে কোন টব রেখে সেটা হাইলাইট করতে পারি, বা কোন প্রিন্টিং দেয়ালে টাঙ্গিয়ে ছবি এসব আমরা হাইলাইট করতে পারি বাজারে পাওয়া যায় এমন সব লাইটিং পাওয়া যায় আমরা এই ঝুলানো লাইটিং গুলো কিনে লাগাতে পারি।বেশি জমকালো আলো লাগালে ভালো লাগবে না তাই রুম লাইটিং এর ক্ষেত্রে কালার গুলো একটু হালকার মধ্যে রাখতে হবে যাতে রুমটা অনেক স্নিগ্ধ লাগে।

রুম এর পর্দা বেড সিট নির্বাচন

পর্দার সাথে বেডশিনের একটা সম্পর্ক রয়েছে।পর্দা বা বেডশীট কোনটাই উজ্জ্বল কালার না হলে ভালো হয়। ভালো প্রিন্টের কাজ থাকে যাতে ছোট বেডরুম গুলোর ক্ষেত্রে দেখতে হবে বেডশীট এ যেন অনেক কম কাজ থাকে আর পর্দার সাথে আমাদের বেডশীটের কালার টা বেশি জমকালো বা অনেক বড় বড় ফুল না থেকে যেন ছোট ছোট ফুল থাকে আর পর্দা আর বেডশিট যেন এক কালারের হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। পর্দা নির্বাচনের ক্ষেত্রেও আমাদের এটা দেখতে হবে দুইটাই যেন অনেক লাইট কালার হয় খুব উজ্জ্বল না হয় দুইটার কালারই যেন একটু একই রকমের হয় তাহলে রুমটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। পর্দা বা বেড শিটে কোথাও যেন খুব বেশি কাজ না থাকে খুব হালকা এর মধ্যে কাজ থাকে। তাহলে রং গোছালো মনে হবে না হলে রুম অগোছালো লাগবে।

রুমের দেয়ালের কালার এবং সিলিং নির্বাচন

অনেকের ঘরেই ছাদ থাকে না সেক্ষেত্রে আমরা হালকা কাজের মধ্যে সিলিং নির্বাচন করতে পারি সিলিং লাগালে রুমটা দেখতে আরো বেশি সুন্দর হয় এবং রুমের দেয়ালের কালার গুলোও হালকা কালারের মধ্যে রাখতে হবে। কালার অনেক টকটকে যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অনেক হালকা কালার যেন হয় সেটা খেয়াল রাখতে হবে।

ইনডোর প্লান্ট সেটিং

একটা রুম গোছানোর ক্ষেত্রে ইনডোর প্ল্যান সেটিং টা অনেক গুরুত্বপূর্ণ ।আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সুন্দর একটা গাছ টবে লাগিয়ে রাখা যেতে পারে। তাতে করে রুমের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোন ফুল পচে যেন গন্ধ বের না হয়, তার আগেই ফেলে দিতে হবে ।আমরা আবার নান্দনিক সৌন্দর্য বাড়ানোর জন্য বাজার থেকে বিভিন্ন শোপিস হ্যান্ড মেড ফুল গাছ এগুলা কিনে রুমে রাখতে পারি সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে এসব রুমের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়।রুমের কর্নারে আমরা বাজার থেকে কেনা শোপিস গুলো এগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এগুলো পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই।

রুম পরিষ্কার রাখা

আমাদের সর্বশেষ যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো রুম সব সময় পরিষ্কার রাখতে হবে রুমের কোন আসবাবপত্রের উপর ধুলোবালি জমছে কিনা সেটা খেয়াল রাখতে হবে জমলে আমাদের পরিষ্কার করতে হবে সপ্তাহে দুই একবার। এভাবে পরিষ্কার রাখতে হবে। আলো বাতাস ঢোকার ব্যবস্থা রাখতে হবে। কাপড় খুব সুন্দর ভাবে গুছিয়ে ওয়ারড্রব এর মধ্যে ঢুকে রাখতে হবে। রুমে কোন জিনিস এলোমেলোভাবে রাখলে এবং আরো অগোছালো লাগে।এভাবে আমরা ছোট রুমকে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। রুম সুন্দর থাকলে আমাদের মনও সুন্দর থাকে প্রফুল্ল থাকে।

লেখকের মন্তব্য

এভাবে চাইলে আমরা ছোট একটা রুম কেও গুছিয়ে রাখতে পারি। আমার লেখা ভাল লাগলে সেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান

comment url