চুল বড় করার উপায়-চুলের যত্নে ডিমের ভুমিকা

গাছ যেমন যত্ন না করলে বড় হয় না তেমন চুলও যত্ন না করলে বড় হয় না। তাই চুলের জন্য যায় নিয়মিত পরিচর্যা।চুল যদি স্বাভাবিক এর মত বৃদ্ধি না পাই তাহলে তাহলে সেটা চুলের সমস্যা। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য আমরা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারি।

যাদের মাথাই চুল নেই তারা বুঝে এর চুল এর মর্ম। চুল দ্রত বর করার কিছু ঘরোয়া উপায় নিচে আলোচনা করা হল। চুল যেকোনো মেয়ের সুন্দরের পরিমান আরো বাড়িয়ে দেয়।

ভুমিকাঃ

চুল আমাদের সুন্দরযকে বারিয়ে দেয়। যাদের মাথায় চুল থাকেনা তাড়ায় বোঝে আসলে চুলের কত মূল্য। তাই যাদের চুল আছে তারা আজ থেকেই সেটির যত্ন করা শুরু করুন। নিচে আমরা চুলকে বড় করার আনেকগুলু উপাই নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে পরে আসতে পারেন। 

 চুলের যত্নে কাঠবাদাম তেলঃ

দোকানে পাওয়া যায়, আবার প্রাকৃতিকভাবে তৈরি করা যায় ।তৈরি করা তেল দেওয়াই বেশি ভালো ।এই তেলটা তৈরি করে নেওয়ার পর সরাসরি ব্যবহার না করাই ভালো একটূ গরম করে নেয়া উচিত। তারপর আস্তে আস্তে মাথার মালিশ করতে হবে এভাবে একদিন রেখে দিতে হবে পরের দিন শ্যাম্পু করতে হবে।

চুলের যত্নে ডিমের এর সাদা অংশ

ডিমের সাদা অংশ চুলে ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর চুল যখন শুকিয়ে যাবে তখন চুলের শ্যাম্পু করতে হবে। এতে করে চুল অনেক নরম এবং সিল্কি হবে।

চুলের যত্নে লেবুর রস ঃ

অনেক ভূমিকা পালন করে। চুল শ্যাম্পু করার পর চুল যখন শুকিয়ে যায় তখন লেবুর রস চুলের গোড়ায় লাগিয়ে রাখতে হবে তারপরে গামছা দিয়ে চুলটা বেঁধে রাখতে হবে যখন চুল শুকিয়ে যাবে তখন গামছাটা খুলে ফেলতে হবে কিন্তু সেদিনই শ্যাম্পু না করে পরের দিন শ্যাম্পু করা যেতে পারে।

চুলের যত্নে নিমপাতা

 চুলের গোড়ায় নিম পাতার রস লাগিয়ে রাখতে হবে। নিমপাতা রস চুল কে শক্ত করে চুলের গোঁড়া মজবুত করে এবং চুল করে লম্বা। কিছু নিমপাতা বেটে নিয়ে চুলে লাগিয়ে রাখতে হবে তাতে চুল এর গোঁড়া শক্ত হবে এবং চুল  বড় হবে।

চুলের যত্নে এলোভেরা জেল

অ্যালোভেরা ত্বকের জন্য যেমন উপকারী চুলের জন্য ঠিক তেমনি উপকারী । চুলের জন্য বাইরে থেকে অ্যালোভেরা সমৃদ্ধ কোন প্রোডাক্ট না কিনে নিজেই ঘরে ঘরোয়া উপায়ে অ্যালোভেরা জেল তৈরি করা যায়।। অ্যালোভেরা তে রয়েছে আন্টি ব্যাকটেরিয়া যা চুলের খুশকি এবং ও চুলকানির সমস্যা দূর করে অ্যালোভেরার সাথে আমলকির রস মিশিয়ে করলে চুলের উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পায় এবং চুল লম্বা হয়।অ্যালোভেরা বিভিন্ন উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার করা যায় তার মধ্যে হল মধু লেবুর রস ইত্যাদি চুল শক্ত হয় এবং চুল মজবুত হয়।

চুলের যত্নে মেথির ব্যবহার

চুলে লাগানোর জন্য মেথি সারারাত ভিজিয়ে রাখতে হবে তারপর সকালে সেগুলো একটা ব্লেন্ডার দিয়ে মিক্স করে একটা পেস্ট বানাতে হবে যেটা চুলে দিয়ে আধা ঘন্টা রাখতে হবে তারপর চুল শ্যাম্পু করতে হবে ।

চুলের যত্নে কালোজিরা ব্যবহার

আস্ত কিছু কালজিরা আধা ঘন্টা গরম করে নিতে হবে,গরম করার পর সেই পানিটুকু ছেটে নিতে হবে। পানিটুকু চুলে লাগাতে হবে এবং এভাবে আধা ঘন্টা রাখতে হবে তারপর শ্যাম্পু করতে হবে। এভাবে সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন পানি ব্যবহার করা যেতে পারে ।

লেখকের মন্তব্যঃ 

চুলের যত্নে এসব উপাদান অনেক কার্যকরী তাই এসব ব্যবহার করে অনেক দ্রত চুল ঘরোয়া উপায়ে বড় করা যাবে।আমার লেখা যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই সেয়ার করবেন এবং কমেন্ট এ আপনাদের মতামত জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান

comment url