বাড়ির ছাদে বাগান করার পদ্ধতি এবং পরিচর্যার নিয়ম

বাড়ির ছাদের বাগান করা মানুষের এখন একটা সখ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির ছাদে বাগান করার পদ্ধতি এবং পরিচর্যা জানা থাকলে সুন্দর একটা বাগান করা যায় নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও বিক্রি করা যাবে।বাড়ির ছাদে বাগান এখন মানুষ অনেকেই করে।

অনেকে অপরিকল্পিতভাবে ছাদে বাগান করে,পরিকল্পিতভাবে করলে অনেক সুন্দর ভাবে একটা বাগান চার-পাঁচ কাঠা বাড়ির জমির ছাদের উপরে করা যায়।

ভুমিকা

কিভাবে বাড়ির ছাদে বাগান করে সেখানে ফলমূল এবং শাকসবজি চাষ করা যায় এসব সম্পর্কে নিচে আলোচনা করা হলো ।ছাদে বাগান করার পদ্ধতি চাঁদে বাগান বিভিন্নভাবে করা যায় তার মধ্যে একটা হলো,টব,পট এগুলো ব্যবহার করে।সেখানে টব এগুলোতে মাটি দিয়ে গাছ লাগানো যায় আবার এক পাশে বেড়া দিয়ে বেঁধে সেখানে মাটি দিয়ে একটা পুরো তিন চার বেডের স্তর করে সেখানেও গাছ লাগানো যায়।

গাছ লাগানোর নিয়ম

টবে গাছ লাগানোই বেশি ভালো। টব আশেপাশে সরানো যায়। গাছ লাগানোর ক্ষেত্রে মাটি নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মাটি ভালো না হলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে না। ভালো মাটি হলে গাছ দ্রুত বড় হয়। তবে গাছ যদি লাগাতে হয় তাহলে টবে মাটির নিচে ইটের কুড়ি দিতে হয় কারণ ইটের কুড়ি বাতাস চলাচলের সহায়তা করে এবংপানি বের করে দিতে সাহায্য করে।ছাদের উপর পানির লাইনের ব্যবস্থা রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে কারণ সবসময় গাছে পানি দিতে হয় আর সারের ব্যবস্থাও রাখতে হবে। পুরাতন টপ চেঞ্জ করে নতুন টবে গাছ লাগাতে হব। নিয়মিত সার দিতে হবে কাছে যেহেতু টবে গাছ লাগানো যত্ন না করলে গাছ বড় হবে না। সার দিতে হবে বেশি সার হলে গাছ মরে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আবার কম সার হলে গাছ অপুষ্টিতে ভুগবে।

ছাদে যেসব গাছ লাগানো যাবে

ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, যে গাছপতির দ্রুত বড় হয় এবং সাইজের ছোট গাছ লাগাতে হবে কারণ বড় গাছ ফাঁদে জায়গা বেশি নিবে এবং দ্রুত বৃদ্ধি না পেলে সেই গাছ লাগানো উচিত না। যে গাছ দ্রুত ফল দেয় সে সব গাছ নির্বাচন করতে হবে,আর বিশ্বস্ত নার্সারি থেকে আমাদের গাছ নিতে হবে। টবে গাছ লাগানোর ক্ষেত্রে, সফেদা, আম্রপালি, চেরি ফল, মালতা, চায়না কমলা ফল দেয় ইত্যাদি গাছ আমরা লাগাতে পারি।অনেক দ্রুত ফল দেয় এসব গাছ।

ছাদে বাগান করার উপকারিতা

ছাদে বাগান করলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয়।অক্সিজেন আসে গাছ থেকে তাই ছাদে বাগান করলে অক্সিজেন পাওয়া যায় এবং ছাদের পরিবেশ সুন্দর হয়,বাড়ির নিচে গরম কম হয়। ছাদে বাগান করার ফলে আমরা ফরমালিন ছাড়া খাবার খেতে পারি। ফলমূল শাকসবজি এসবের কোন ফরমালিন দেওয়া হয় না এসবের ভয় থাকে না। আমরা পরিবারের জন্য ফরমালিন ছাড়া খাবার নিশ্চিত করতে পারি এবং ছাদের নিচের ঘর গুলো অনেক ঠান্ডা থাকে গাছ লাগানোর কারণে।

ছাদে বাগান করার অপকারিতা

ছাদে বাগান করার উপকারিতার পাশাপাশি ছাদে বাগান করার অপকারিতা রয়েছে। ছাদে বাগান করলে সেখানে আগাছা বৃদ্ধি পায় এবং মশা মাছির উপদ্রব বেড়ে যায় এবং সেখান থেকে মশা মাছি ছড়িয়ে পড়ে।পানি টব থেকে বের হয়ে যেতে পারেনা ফলে ছাদের মেঝে পিচ্ছিল হয়ে যায় এবং ছাদের কংক্রিট ক্ষতিগ্রস্ত হয। ছাদে চলাফেরা করা যায় না। 

লেখকের মন্তব্য

যেভাবে আলোচনা করলাম এভাবে ছাদে গাছ লাগালে অনেক ভালো ফলন পাওয়া যাবে। আমার লেখা আপনার ভাল লাগলে অবশ্যই সেয়ার করে সাথে থাকবেন ও কমেন্টে এ আপনার মতামত জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান

comment url